গতকাল (সোমবার, ২৮ জুলাই) স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি (রাজনৈতিক উইং)-এর পক্ষে জারি করা একটি নির্দেশনায় বলা হয়, সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে। এরই অংশ হিসেবে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচির সময়কালকে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ বিবেচনায় নেয়া হয়েছে।
নির্দেশনায় আশঙ্কা প্রকাশ করা হয়, বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি, কর্মসূচিতে বাধা প্রদানসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে।
এমন পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সরকারি-বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় পুলিশের প্রতি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে:
* ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা।
* নিয়মিত সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন (মোটরসাইকেল, মাইক্রোবাসসহ অন্যান্য) তল্লাশি।
* বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের আশপাশে বিশেষ নিরাপত্তা।
* গ্রেপ্তানি পরোয়ানা তামিল অভিযান।
* মোবাইল পেট্রোল জোরদার।
* গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখা এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি।
এছাড়া, কোনো অনভিপ্রেত ঘটনার আশঙ্কা থাকলে তাৎক্ষণিকভাবে স্পেশাল ব্রাঞ্চকে অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে।