শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
আইন ও আদালত
0

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের ১১তম দিনের কার্যক্রম শুরু হয়েছে।

আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দিতে হাজির হন মামলার রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আদালতে তিনি আসামিদের বিরুদ্ধে জবানবন্দি প্রদান করছেন।

আরও পড়ুন:

এর আগে, গত ২৪ মার্চ একই মামলায় ঢাকার সিএমএম আদালতে পাঁচ পৃষ্ঠার জবানবন্দি দেন তিনি। সেখানে উঠে আসে জুলাই গণহত্যার পরিকল্পনা ও কুশীলবদের ভূমিকা।

একইসঙ্গে নির্বাচন কারসাজি, গুম ও খুনের নেপথ্যের কাহিনীও উল্লেখ করেন তিনি। এ মামলায় এখন পর্যন্ত মোট ৩৫ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!