কী আছে সব্যসাচীর লিপস্টিকে?

ফ্যাশন
জীবনযাপন
0

এবার মেক আপের জগতে প্রবেশ করলেন ভারতের জনপ্রিয় সেলিব্রিটি ফ্যাশন ও ব্রাইডাল ওয়্যার ডিজাইনার সব্যসাচী মুখার্জি। বিলাসবহুল বিউটি ব্র্যান্ড এস্টে লডারের সঙ্গে এক হয়ে লিপস্টিক নিয়ে আসছেন সব্যসাচী।

সব্যসাচী মুখার্জি ব্রাইডাল ওয়্যার, ইউনিক ডিজাইন ও রঙের পোশাকের জন্য সবচেয়ে বেশি পরিচিত। বছরের পর বছর ধরে তিনি গয়না এবং আনুষঙ্গিক অন্যান্য জিনিস যেমন- গহনা, জুতা, ব্যাগ দিয়ে তার ব্যবসা সম্প্রসারিত করেছেন। এবার সব্যসাচীর ব্র্যান্ডের তালিকায় যোগ হচ্ছে বিউটি আইটেম।

 

|undefined

এর আগে ২০১৮ সালে লরিয়েল প্যারিসের সঙ্গে মিলে লিপস্টিক এনেছিলেন সব্যসাচী। কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলেন, তিনি এমন লিপস্টিক তৈরি করবেন, যা হবে ইউনিক এবং বিশ্বের সবচেয়ে সেরা কোয়ালিটির লিপস্টিক। সেই ভাবনা থেকেই তিনি ২০১৯ সাল থেকে এস্টে লডারের সঙ্গে কাজ করছেন।

 

|undefined

সব্যসাচী ও এস্টে লডার কোম্পানির প্রায় পাঁচ বছরের কঠোর পরিশ্রমের ফল নতুন এই লিপস্টিক। প্রতিটি রঙ বিভিন্ন ত্বকের টোন অনুযায়ী যাচাই-বাছাই করে তৈরি করা হয়েছে। লিপস্টিকের রঙের পাশাপাশি এর টেক্সচার ও ঘ্রাণের দিকেও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। লিপস্টিকগুলোতে ব্যবহার করা হয়েছে গোলাপ ও দারুচিনির ঘ্রাণ।

 

|undefined

এতে ১০টি সাটিন ম্যাট ও আলট্রা ম্যাট লিপস্টিক রয়েছে। লিপস্টিকের টেক্সচার অত্যন্ত মসৃণ এবং সহজে ব্যবহারযোগ্য। লিপস্টিক কেস তৈরিতে ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেটের সোনার প্লেট। এতে সব্যসাচীর ব্র্যান্ডের প্রতীক রয়েল বেঙ্গল টাইগারের মাথা খোদাই করা।

 

|undefined

প্রতিটি শেডের নাম ভারতকে প্রতিনিধিত্ব করে। যেমন- বোম্বে বেরি, মসলিন টি, ক্যালকাট্টা রেড, উদয়পুর কোরাল, পোমেলো রোজ, রুজ বেঙ্গল, দেবি পিংক, অ্যাপ্রিকট সিল্ক, কফি মাসালা ও ট্রপিক্যাল ট্যাঞ্জারিন। কাজ করতে গিয়ে যেসব বিষয় থেকে সব্যসাচী মুখার্জি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন সেসব বিষয়ই লিপস্টিকের রং নির্বাচনে তাকে সহযোগিতা করেছে। এই যেমন বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখার বেরি রঙ্গা ঠোঁট থেকে বোম্বে বেরি, ফ্রিদা কাহলো থেকে পোমেলো রোজ, কলকাতার স্পিরিট থেকে ক্যালকাট্টা রেডের অনুপ্রেরণা পেয়েছেন বলে জানা গেছে। লিপস্টিকের দাম ধরা হয়েছে ৫ হাজার ৪০০ রুপি।

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!