ভোক্তা অধিকারের সাথে বাজার তদারকিতে বাণিজ্য প্রতিমন্ত্রী

দেশে এখন , কাঁচাবাজার
বাজার
0

ভোক্তা অধিকারকে সাথে নিয়ে বাজার তদারকি করছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। সকালে শান্তিনগরে বাজার পরিদর্শন করেন তিনি। পরে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এসময় দাম ও বাজার ব্যবস্থাপনা নিয়ে হুঁশিয়ারি দেন তারা।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, 'কালকে থেকে রমজান শুরু হবে। এই উপলক্ষে লেবুর দাম বাড়িয়ে দিচ্ছে এবং অন্যান্য জিনিসের দামও। বেগুনের দামও বৃদ্ধি পেয়েছে। আশা করছি দুই একদিনের মধ্যে এইটা স্বাভাবিক হয়ে যাবে।'

মন্ত্রী আরও বলেন, 'গতকাল রাত থেকে ভোক্তা অধিকার কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করছে। সবাইকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে বাজার সমিতিকে যে, খোলা বাজারে যখন মালামাল কিনবেন তখন যেন স্লিপ নিয়ে নেন। তাহলে আমরা ধরতে পারবো কয় হাত বদল হয়ে এই দামটা কে বাড়াচ্ছে। ওই জায়গায় যদি দাম না কমাতে পারি তাহলে কাঁচাবাজারে দাম কমবে না।  এইটা খোঁজার জন্যই আমাদের এখানে আসা।'

এদিকে কারওয়ান বাজারে  আড়তদার, বেপারি, ক্রয় বিক্রয় রশিদ, ব্যবসায়ী তালিকা মেলেনি ভোক্তার অভিযানে।

মঙ্গলবারের মধ্যে এসব অনিয়ম দূর না করলে কারওয়ান বাজার কমিটি বিলুপ্ত করার হুঁশিয়ারি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান৷

তিনি বলেন, 'তেল বা কোনো পণ্যে নির্ধারিত দামের অতিরিক্ত বিক্রি করলে ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ। ট্রেড লাইসেন্স ছাড়া বাজারে কেউ ব্যবসা করতে পারবে না৷ অত্যবশ্যকীয় আইনের আওতায় পাইকারি ও খুচরা লাইসেন্স করতে হবে। রমজানে লাইসেন্স বিহীন কাউকে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করতে দেয়া হবে না৷'

অত্যবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ -এর আওতায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের লাইসেন্স করতে হবে বলেও জানান ভোক্তার মহাপরিচালক।

এছাড়া সোমবার রাজধানীর শান্তিনগর বাজারে সব ধরনের পণ্যের দোকান ঘুরে দেখেন বাণিজ্য প্রতিমন্ত্রী । রোজার আগে সরকার নির্ধারিত দামে ক্রেতা পণ্য পাচ্ছেন কি না তা জানতে চাওয়া তার। প্রতিমন্ত্রীর সাথে এখানেও সাথে ছিলেন ভোক্তার মহাপরিচালক।

একে একে নিত্যপণ্য, কাঁচাবাজার, ফলের বাজার ঘুরে দেখেন মন্ত্রী। এই বাজারে রোজার আগের দিন ভালো মানের খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত। একসপ্তাহ আগে যা ছিল ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা পর্যন্ত। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০, ব্রয়লার বিক্রি হচ্ছে ২২০ টাকায়। সাধারণ সময়ে যা থাকে ১৮০ থেকে ১৯০টাকা।

তবে তার দাবি, এ বাজারে নির্ধারিত দামের ব্যত্যয় হয়নি বিক্রিতে।

প্রতিমন্ত্রী বলেন, 'পাইকারি, খুচরায় কত দাম এবং ভোক্তা কত টাকায় জিনিসগুলো পাবে তা নিশ্চিত করতে হবে। একদিকে কৃষককে যেমন তার ন্যায্যমূল্য দিতে হবে, আবার দ্রব্যমূল্য যেন ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে দিকেও খেয়াল রাখতে হবে। এটা সমন্বয় করাটাই আমাদের কাজ।'

সেজু