পদত্যাগ করেছেন সজীব আহমেদ ওয়াজেদ

Shahinur Sarkar
ঢাকা
দেশে এখন
0

আজ বুধবার (২৯ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন সজীব আহমেদ ওয়াজেদ। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।

২০১৪ সালের সরকারের মেয়াদেও এই পদে দায়িত্ব পালন করেছেন সজীব আহমেদ ওয়াজেদ।

এর আগে গত ১৯ নভেম্বর পদত্যাগ করেন সরকারের মন্ত্রিসভার তিনজন টেকনোক্র্যাট মন্ত্রী। আজ তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নির্বাচনকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন জুনায়েদ আহমেদ পলক। আর পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী থাকায় প্রতিমন্ত্রীর দায়িত্বও দেখভাল করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এসএসএস