আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকা আসছিলো।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণের পর ক্ষতিগ্রস্ত ট্রেনটি কমলাপুরে সরিয়ে নেয়া হয়েছে। এসময় আরেকটি ট্রেনের সহায়তায় যাত্রীদের নেয়া হয়েছে।
যাত্রীরা জানান, এমন ঘটনায় জনমনে নেতিবাচক প্রভাব পড়ছে। কেননা আতঙ্ক নিয়েই তাদের চলাফেরা করতে হচ্ছে।
তেজগাঁও স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, চলন্ত ট্রেনে আগুন ধরিয়ে দেয়া হয়। আর মরদেহগুলো রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলেও তিনি জানান।
গত দেড় মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ২৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।