রাজধানীর গুলশান-১ এ অবস্থিত গুলশান শপিং সেন্টার ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার (২২ জানুয়ারি) হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখে ৩০ দিনের মধ্যে ভবনটি গুঁড়িয়ে দিতে বলা হয়েছে। ভবনের মালিকপক্ষই তাদের খরচে ভবনটি ভাঙবে বলে আদেশে বলা হয়েছে।
৭২৩টি বাণিজ্যিক দোকান নিয়ে শুরু হয়েছিল শান্তা এন্টারপ্রাইজের মালিকানাধীন গুলশান শপিং সেন্টারের কার্যক্রম। কয়েক বছর পরই ভবনের নির্মাণের নানা ধরনের ত্রুটি ধরা পড়ে। ২০১৭ সালে গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুনের ঘটনায় ওই ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়। এসময় ফায়ার সার্ভিসের একটি দল গুলশান শপিং সেন্টার পরিদর্শন করে এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। ব্যবহারের অনুপোযোগী বলে সিলগালা করা হয় ভবনটি।
এরপরও ভবনের মালিকপক্ষ ও সিটি করপোরেশনও কোনো পদক্ষেপ না নেয়ায় গুলশান শপিং সেন্টারের দোকান মালিক সমিতি হাইকোর্টে রিট করেন।
হাইকোর্ট ৩০ দিনের মধ্যে ভবনটি গুঁড়িয়ে দিতে নির্দেশ দেন। উচ্চ আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করে ভবন মালিকপক্ষ।
রোববার সব পক্ষের শুনানি শেষ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। রাজউক, ডিএনসিসিসহ সংশ্লিষ্টদের আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেয়া হয়েছে।
দোকান মালিকদের সব টাকা এখনো পরিশোধ করেনি ভবন মালিক। তবে বেশিরভাগ দোকানের ভাড়াটিয়াদের টাকা পরিশোধ করা হয়েছে।
ভবনটি নিজ খরচে ভাঙতে হবে মালিক শান্তা এন্টারপ্রাইজকে। কোন আর্থিক সহায়তা দেবে না রাজউক, সিটি করপোরেশন।