'ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র বাড়াতে প্রবাসীদের আহ্বান'

দেশে এখন
0

'কূটনৈতিক মিশন হবে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্র'

বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে প্রবাসীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু রাজনীতি নয়, কূটনৈতিক মিশন হবে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে।

জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলন শেষে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র বাড়াতে প্রবাসীদের কাজ করা এবং বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে সম্মিলিতভাবে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। অবৈধভাবে বিদেশে যাওয়া নিরুৎসাহিত করতেও প্রবাসীদের কাজ করার পরামর্শ তার।

শেখ হাসিনা বলেন, 'প্রত্যেক প্রবাসীকে বাংলাদেশের একেকজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে হবে। আগে আমাদের কূটনৈতিক মিশন ছিলো রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু এখন সেটা হবে আর্থসামাজিক ক্ষেত্রে। আপনারা দেশে বিনিয়োগ করতে পারেন। কারণ আমরা দেশে ১০০টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। সেখানে আমাদের বিনিয়োগ দরকার।'