বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টায় তেলিরচালা এলাকায় শফিক খানের বাড়িতে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শফিক খান তার বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার আনেন। গ্যাস সিলিন্ডারটি চুলার সঙ্গে সংযোগ দেয়ার পর থেকে গ্যাস বের হতে থাকে। পরে তিনি ক্ষুব্ধ হয়ে সিলিন্ডারটি বাইরে রাস্তায় ছুঁড়ে ফেলেন। এ সময় ওই স্থানে একটি মাটির চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পরপরই আহতদের খোঁজখবর নিতে বার্ন ইউনিটে যান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, ভর্তি হওয়াদের মধ্যে কেউ আশঙ্কামুক্ত নন। ৯০ থেকে ১০০ শতাংশ পুড়ে গেছে প্রায় আটজনের।
আহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর পাঁচজনকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।