সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত

দেশে এখন
0

একমাস সিয়াম সাধনার পর সারাদেশে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ঈদ জামাত। নামাজে অংশ নিতে সকাল থেকে শহর-নগর থেকে শুরু করে গঞ্জে-গ্রামে ঢল নামে নানা বয়সী মানুষের। ঈদের নামাজে অংশ নিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করেন সবাই। নিজেদের পাশপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ কামনা করেন সবাই।

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদের জামাতে অংশ নিতে মুসল্লিদের ঢল। নতুন পোশাকে সেজে সবার যাত্রা ঈদগাহের দিকে। বড়দের হাত ধরে নামাজে অংশ নিতে ছোটদের উপস্থিতিও বেশ নান্দনিক। মহান আল্লাহর সান্নিধ্য অর্জনে খোলা প্রান্তরে প্রস্তুত সবাই।

|undefined

সকাল ৮টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ নানা শ্রেণিপেশার মানুষ। এছাড়ও সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর শতাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

|undefined

একই সময়ে খুলনার সার্কিট হাউস ময়দান, রাজশাহীর হযরত শাহ মখদুম রহ. ঈদগাহ ময়দান, ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ ময়দান, বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান, সিলেটের শাহী ঈদগাহ ময়দান এবং কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদ জামাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে দোয়া করা হয়।

|undefined

ঈদের নামাজ শেষে একে অন্যকে বুকে জড়িয়ে কোলাকুলি করেন। পরষ্পরের প্রতি হিংসা, বিদ্বেষ ভুলে আগামীর সমৃদ্ধির পথে চলার প্রত্যয় জানান তারা। ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

সেজু