রেললাইনে তাপমাত্রা বাড়লে গতি কমিয়ে চলবে ট্রেন

ব্রাহ্মণবাড়িয়া
দেশে এখন
0

দেশের বিভিন্ন স্থানে বাড়ছে তাপমাত্রা। এতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। এ অবস্থায় অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ার আশঙ্কায় পূর্বাঞ্চল রেলপথে যাত্রী এবং পণ্যবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে গতি নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে রেললাইনে তাপমাত্রা ৪৮ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস হলে যাত্রীবাহী ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার এবং পণ্যবাহী ট্রেন ৩০ কিলোমিটার গতিতে চলবে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টায় রেলওয়ের আখাউড়া সেকশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান তারেক এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, রেললাইনের ওপর ৪৫ থেকে ৪৬ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহনীয় হিসেবে ধরা হয়। এর বেশি গরম হলেই রেললাইন বেঁকে গিয়ে দুর্ঘটনার শঙ্কা থাকে। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গতি কমিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

|undefined

মঙ্গলবার পূর্বাঞ্চল রেলপথের বিভিন্নস্থানে রেললাইনের ওপর তাপমাত্রা ৪৮ থেকে ৫০ ডিগ্রী পর্যন্ত রেকর্ড করা হয়। এর ফলে এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত এ রেলপথে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেন চলাচলে গতি কমিয়ে চলার নির্দেশনা দেওয়া হয়।

রেলওয়ের আখাউড়া সেকশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান তারেক জানান, গরমের কারণে প্রতি আধা ঘণ্টা পরপর রেললাইনের তাপমাত্রা পরীক্ষা করা হয়। তাপমাত্রা ৪৮থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেই যাত্রীবাহী ট্রেনের গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার এবং পণ্যবাহী ট্রেন ৩০ কিলোমিটার গতিতে চালানো হবে।

সেজু