নতুন প্রজন্মের জন্য যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষা
দেশে এখন
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন প্রজন্ম যাতে পিছিয়ে না পড়ে সেজন্য যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে সরকার। আজ (মঙ্গলবার, ৪ জুন) দুপুরে গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিশু-কিশোরদের বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়ার সময় তিনি এ কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এই প্রতিযোগিতায় সারাদেশের প্রতিযোগীদের মাঝে ৩০৪ জনকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'সরকার শিক্ষাব্যবস্থাকে আরও প্রসারিত করছে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে।'

শিক্ষার পাশাপাশি অভিভাবকদের প্রতি শিশুদের সাংস্কৃতিক চর্চার আহ্বান জানান তিনি। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএস