চট্টগ্রাম শাহ আমানত ও সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকাগামী সব ফ্লাইট বন্ধ

দেশে এখন
0

দেশজুড়ে চলমান উদ্ভূত পরিস্থিতির কারণে চট্টগ্রাম শাহ আমানত ও সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকাগামী সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ (সোমবার, ৫ আগস্ট) আইএসপিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশজুড়ে চলমান উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ৬ ঘণ্টা এটি বন্ধ থাকবে বলে জানিয়েছে আইএসপি।

এর আগে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও ৬ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে দুপুরে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর বোন শেখ রেহানাকে নিয়ে ঢাকা ত্যাগ করেন তিনি। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে।

tech