আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো ৫ প্রসিকিউটর নিয়োগ

আইন ও আদালত
দেশে এখন
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও ৫ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে উপ সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন সাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায়, নিয়োগপ্রাপ্ত ৫ প্রসিকিউটরের মধ্যে ২ জন ডেপুটি অ্যার্টনি জেনারেল পদমর্যাদার ও ৩ জন সহকারী অ্যার্টনি জেনারেল পদমর্যাদার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এর সেকশন ৭ (১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পাঁচজনকে প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। 

নিয়োগপ্রাপ্তরা হলেন এসএম মঈনুল করিম, মো. নুরে এরশাদ সিদ্দিকী, শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ। আর ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেয়েছেন তানভীর হাসান জোহা।

|undefined

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো ৫ প্রসিকিউটর নিয়োগ। ছবি: সংগৃহীত

এর আগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম ও অপর চার প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়।

সেজু