বাংলাদেশ কর্ম কমিশনের নতুন সদস্যদের শপথ গ্রহণ

দেশে এখন
0

বাংলাদেশ কর্ম কমিশন-পিএসসির সদস্য হিসেবে মো. জহিরুল ইসলাম, এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান ও ড. চৌধুরী সায়মা ফেরদৌস হিসেবে শপথ নিয়েছেন।

আজ (বুধবার, ৬ নভেম্বর) দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এই চার নতুন সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্টের রেজিস্টার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া।

প্রধান বিচারপতি এর আগে গেলো ১৫ অক্টোবর পিএসসির নতুন চেয়ারম্যানসহ পাঁচজনের শপথ পড়িয়েছেন।

নতুন চার সদস্য নিয়ে কমিশনের সংখ্যা দাঁড়ালো ৯ জনে। আগামী পাঁচ বছর তারা পিএসসিতে দায়িত্ব পালন করবেন। শপথ শেষে নতুন চার সদস্য প্রধান বিচারপতির সামনে স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেন।

এএইচ