'পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে'

দেশে এখন
0

পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে এ কথা উল্লেখ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এসব গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে আসিফ নজরুল লিখেছেন, আমরা সবাই ভালো আছি; নিজ নিজ জায়গাতেই আছি।

|undefined

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ভেরিফাইড অ্যাকাউন্টের এক ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

গেল মধ্যরাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।

ছড়িয়ে পড়া একাধিক পোস্টে উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে বিভিন্ন অপতথ্য ছড়ানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিরা একাধিক পোস্ট দিয়ে এসব দাবি আরো জোরালো করার চেষ্টা করেন।

এসব গুজব ছড়ানোর কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। তার প্রেক্ষিতেই এই স্ট্যাটাসে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।


সেজু