১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার, বিপ্লব-মেহেদিকে বরখাস্ত

দেশে এখন
0

২০১৮ সালে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করেছে সরকার। এদিকে ৬ মাস কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও যুগ্ম কমিশনার এস এম মেহেদি হাসানকে বরখাস্ত করা হয়েছে।

রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমদে স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১০৩ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহারের বিষয়ে এ আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)/বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

এদিকে ৬ মাস কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও যুগ্ম কমিশনার এস এম মেহেদি হাসানকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি। গেল ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ্য আছে প্রজ্ঞাপনে।

এএম