ঈদ উপলক্ষ্যে ফুটপাত থেকে শপিং মল সবখানেই ক্রেতার ভিড়

দেশে এখন
0

ঈদ যতই ঘনিয়ে আসছে ফুটপাত থেকে শপিং মল সবখানেই বাড়ছে ক্রেতার ভিড়। ঈদ কেনাকাটায় বরাবরের মত ছেলেদের পছন্দের তালিকায় শুরুতে রয়েছে পাঞ্জাবি। বিক্রেতারা বলছেন, ক্রেতার চাহিদাকে গুরুত্ব দিয়ে ঈদের পোশাকে এসেছে নতুনত্ব।

রাজধানীর মালিবাগ এলাকার কান্ট্রিবয় শো-রুম। ঈদ কেনাকাটায় বিভিন্ন রকমের পোশাকের মধ্যে এই ব্র্যান্ডের দোকানে বেচা-বিক্রিতে এগিয়ে রয়েছে পাঞ্জাবি।

ঈদকে ঘিরে বয়স ও মানভেদে নতুন ডিজাইন আর গরমকে প্রাধান্য দিয়ে পসরা সাজিয়ে বসেছে ব্র্যান্ড শপগুলো। পিছিয়ে নেই অন্যান্য বিপণী বিতানগুলোও। ঈদের কেনাকাটায় থাকা প্রতিটি ক্রেতার আকর্ষণেই রয়েছে পাঞ্জাবি।

বরাবরের মতো কান্ট্রিবয়ের এক্সক্লুসিভ এবং অন্যান্য পাঞ্জাবির অনেক ভালো ভালো কালেকশন আছে, পাশাপাশি ফর্মাল শার্ট, পলো শার্ট, ক্যাজুয়াল স্লিম ফিট শার্ট আছে। তবে পাঞ্জাবির চাহিদা খুবই বেশি।’

একজন ক্রেতা বলেন, ‘ঈদের দিনের শুরুতে পাঞ্জাবি লাগবেই। পাঞ্জাবি ছাড়া আসলে ঈদ হবে না।’

এদিকে, এবারের ঈদ ফ্যাশন ট্রেন্ডে মেয়েদের প্রাধান্যে রয়েছে নানান রকমের পোশাক। দেশী'র সঙ্গে নারীদের পছন্দে জায়গা পেয়েছে ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন ড্রেস।

দাম নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, জর্জেট, সিল্ক, লিলেনের সঙ্গে সুতি-সিল্ক মিক্স করা কাপড়ের পোশাকেও চাহিদা রয়েছে।

একজন ক্রেতা বলেন, ‘যেহেতু এখন গরম পড়ে গিয়েছে তাই সুতিটাই পড়ব এবার।’

এছাড়া, বড়দের পোশাকের সঙ্গে পাল্লা দিয়ে ঈদ বাজারে জমে উঠেছে শিশুদের পোশাকের বেচা বিক্রিও।

এএইচ