প্রস্তুত পুরাতন বাণিজ্য মেলার মাঠ; হবে ঈদ মিছিল-মেলা

দেশে এখন
0

প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদের জামাত। নামাজ আদায়ের পর হবে ঈদ মিছিল ও ঈদ মেলা। সব মিলিয়ে মোঘলীয় আমেজে এবার ঈদুল ফিতর উদযাপন হবে বলে জানালেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

আজ (রোববার, ৩০ মার্চ) আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, 'দূরত্ব, গাড়ি পার্কিংসহ নানা কারণে উত্তর ঢাকার বাসিন্দারা চাইলেও জাতীয় ঈদগাহে যেতে পারেন না। তাই বড় জামাতের চাহিদা বিবেচনায় লক্ষাধিক মুসল্লির ধারণ ক্ষমতা রেখে ডিএনসিসির এ আয়োজন।'

নামাজে আসবেন নারীরাও। সাড়ে ৮টায় ঈদের নামাজ আদায় শেষে সংসদ ভবন পর্যন্ত সম্মিলিত ঈদ মিছিল হবে।

এর পর চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে দুদিনব্যাপী ঈদ মেলার আয়োজন হবে, থাকবে নানা ধরনের খাবারসহ বিভিন্ন পণ্যের ২০০ স্টল।

সেজু