ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মমুখী মানুষ

দেশে এখন
0

ঈদের ছুটি কাটিয়ে আজও ঢাকায় ফিরছেন কর্মমুখী মানুষ। আজ (শুক্রবার, ৪ এপ্রিল) ঢাকা ফেরা মানুষের চাপ বেড়েছে কমলাপুর স্টেশনে। ঈদ কাটিয়ে স্বস্তি নিয়ে ফিরেছেন অনেকেই।

তবে সকাল থেকে কমলাপুর স্টেশন থেকে কিশোরগঞ্জ, বুড়িমারি, রংপুর এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের কয়েক ঘণ্টা শিডিউল বিপর্যয় বাড়ি ফেরা মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে।

অনলাইন টিকিট বিক্রির সার্ভার জটিলতায় সকাল থেকে টিকিট বিক্রি বন্ধ ছিল, যাত্রীদের দেয়া হয়েছিল স্ট্যান্ডিং টিকেট।

যদিও বেলা ১১টা নাগাদ সার্ভার জটিলতা নিরসন হওয়ায় ফের টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানায় কমলাপুর স্টেশন ম্যানেজার। ঈদের পঞ্চম দিনে আন্তঃনগর, কমিউটার মিলিয়ে ৭০টি ট্রেন আসা যাওয়া করবে।

এএইচ