এ বছর মাধ্যমিক পরীক্ষায় ৩০ হাজার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
১১টি শিক্ষাবোর্ডের অধীনে সারাদেশে তিন হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। যেখানে ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী সাত লাখ ৮৮ হাজার ৬০৪ জন।
লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মে। ১৫ থেকে ২২ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে।
এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণ সিলেবাস, পূর্ণমান এবং পূর্ণসময়ে। তিন ঘণ্টা পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে।