বেবিচকে নতুন চেয়ারম্যান হিসেবে এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের যোগদান

এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক
দেশে এখন
0

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি। আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) কাজে যোগদান করেন।

উল্লেখ্য, তিনি ৮ জানুয়ারি ১৯৯০ সালে বাংলাদেশ বিমান বাহিনী অ্যাকাডেমিতে যোগ দান করেন। ১৩ অক্টোবর ১৯৯২ সালে রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্স থেকে জেনারেল ডিউটিজ (পাইলট) শাখায় কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেন।

একজন দক্ষ ফাইটার পাইলট হিসেবে তিনি ২ হাজার ৯০০ ঘণ্টারও বেশি উড্ডয়ন সম্পন্ন করেছেন এবং ‘ক্যাটাগরি এ’ ফ্লাইং ইন্সট্রাক্টর হিসেবে সুপ্রতিষ্ঠিত। তিনি বিভিন্ন ধরনের বিমান চালিয়েছেন যার মধ্যে রয়েছে: এসএফ-২৫সি, পিটি-৬, পিলাটুস পিসি-৭, এইচপিটি-৩২ ডিপ্যাক, গ্রোব জি-১২০টিপি, এল-৩৯জেডএ, ইয়াক-১৩০, এফ-৭ এমবি, এফটি-৭বি এবং এফটি-৭বিজি১।

এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে মালয়েশিয়ায় উন্নয়ন প্যারা জাম্প কোর্স, ভারতে ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্স এবং তুরস্কে ‘হাই জি’ কোর্স।

তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাষ্ট্রের ম্যাক্সওয়েল এয়ার ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও তিনি মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ওয়ার কোর্স এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি সম্পন্ন করেছেন।

তার বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ১১ স্কোয়াড্রন, ২৫ স্কোয়াড্রন এবং ৩৫ স্কোয়াড্রন এর অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ ফ্লাইং উইং-এর অফিসার কমান্ডিং ছিলেন।

বিমান সদর দপ্তরে পরিচালক (রিক্রুটমেন্ট) ও পরিচালক (বিমান পরিচালন) হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি বাংলাদেশ বিমান বাহিনী অ্যাকাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট দায়িত্বেও তিনি দক্ষতার ছাপ রেখেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে এয়ার উইং-এর ডিরেক্টিং স্টাফ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে ডাইরেক্টিং স্টাফ (এয়ার) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি ডিআর কঙ্গোতে বাংলাদেশ অ্যাভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিটের কন্টিনজেন্ট কমান্ডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি ‘বিএসপি’ এবং ‘জিইউপি’ পদক অর্জন করেছেন।

সেজু