জুরাইনে দাফন করা হবে জুলাইয়ের বেওয়ারিশ ৬টি মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ
দেশে এখন
0

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত ৬ ব্যক্তির মরদেহ আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) সকালে এ প্রক্রিয়া শুরু হয়।

গেল এক বছরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা এ মরদেহগুলোর খোঁজে আসেননি কেউ। এতে করে অজ্ঞাত হিসেবেই আজ রাজধানীর জুরাইনে দাফন করা হবে তাদের। বিষয়টি নিশ্চিত করেছে শাহবাগ থানা। এই অজ্ঞাত ৬টি লাশের মধ্যে ৩ টি যাত্রাবাড়ী থানার, ১টি পল্টন থানার ও ২টি শাহবাগ থানার।

নিহতদের একজনের নাম এনামুল বলে জানা গেছে। মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা রয়েছে, যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

এএইচ