অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের জন্য নির্বাচিত ছয়জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি সদস্যদের ট্রফি ও সনদপত্র দেয়া হয়।
ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান সকলের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) এর ট্রফি ও সনদপত্রপ্রাপ্ত সদস্যদের বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং তাদের এ সম্মাননা কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ যা অন্যান্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানরা, ঘাঁটি বা ইউনিটের এয়ার অধিনায়করা, বিমান সদরের পরিচালকরা, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ঘাঁটি থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।—আইএসপিআর