চীনের রাষ্ট্রদূত বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঐকমত্য জরুরি, সেটা না হওয়ার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন আলোর মুখ দেখছে না। এছাড়া প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ এবং মিয়ানমারকে কাজ করার সঙ্গে চুক্তির দিকে মনোযোগী হতে হবে।
ইয়াও ওয়েন বলেন, ‘রাখাইনে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির মধ্যে যুদ্ধবিরতি দরকার। আরাকান আর্মিকে কারা অর্থ, অস্ত্র ও তথ্য দিয়ে সহায়তা করছে? চীন তো করছে না।’ সেটা খতিয়ে বের করা উচিত বলে মনে করেন তিনি।