গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো
দেশে এখন
1

‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’- এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি স্থলবন্দর, দৌলতগঞ্জ স্থলবন্দর ও তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়।

আরও পড়ুন:

বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত প্রতি বছর ১৭ অক্টোবর লালন সাঁইয়ের তিরোধান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে উদ্যাপনের প্রস্তাব অনুমোদন করা হয়।

এসএস