জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নয় নুর: আবু হানিফ

ঢাকা মেডিকেলে নুরুল হক নুর
দেশে এখন
2

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে কিন্তু এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। আজ (শনিবার, ৩০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আবু হানিফ বলেন, ‘নুরের জ্ঞান ফিরেছে কিন্তু এখনও শঙ্কামুক্ত নয়। মাথায় রক্তক্ষরণ হয়েছে। জাতীয় পার্টি নয়, আইনশৃঙ্খলা বাহিনী নুরের ওপর হামলা করেছে। জাতীয় পার্টির বিরুদ্ধে কর্মসূচি না দেয়ার নির্দেশনা দিয়ে ফোন আসে।’

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাইয়ের পক্ষের শক্তি শঙ্কায় রয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। জাতীয় পার্টির কার্যালয়ে শুধু জাতীয় পার্টির নেতাকর্মী নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিল।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন সহযোগী অধ্যাপক জাহিদ রায়হান বলেন, ‘নাক, কান, মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন নুর। মাথা ও নাকের হাড় ভেঙ্গেছে, এখনও শঙ্কামুক্ত নয়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে।’

সকালে নুরুল হক নুরকে সিটি স্ক্যান ও এক্স-রে শেষে আবার আইসিইউতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাহিদ রায়হান।

আরও পড়ুন:

নুরকে হাসপাতালে দেখতে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ডান চোখে রক্ত জমাট বেঁধেছে, শ্বাসকষ্ট হচ্ছে। এ হামলার নিন্দা জানাই। তাকে সর্বোচ্চ চিকিৎসা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।’

এর আগে গতকাল (শুক্রবার, ২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি (জাপা) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেখান থেকে নুরকে চিকিৎসার জন্য প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে সেখান থেকে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এসএস