সংসদ নির্বাচনের প্রচারণায় এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়: ইসি

নির্বাচন ভবন
দেশে এখন
0

জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী এক আসনে ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। একইসঙ্গে ভোটের প্রচারে পোস্টারের ব্যবহার না রাখাসহ রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এবার নতুন করে এমন বিধান যুক্ত করছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেখে এমন বিধান রাখা হয়েছে প্রস্তাবিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায়।

সামাজিক মাধ্যমে এআই ব্যবহারে কড়াকড়ি, আর নির্বাচনের দিন ও প্রচারে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ থাকছে এবার। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন প্রস্তাবের সমন্বয়ে এমনসব বিধিমালা যুক্ত করে ভেটিংয়ের জন্য এরইমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। নারীদের সাইবার বুলিং রোধ, এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে আচরণ বিধিমালায়।

আরও পড়ুন:

এতে সামাজিক মাধ্যমে এআই ব্যবহারকে নিরুৎসাহিত করা হয়েছে। প্রচারে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারে জোর দেয়াসহ আচরণবিধি মেনে চলার ব্যাপারে দলের কাছ থেকে অঙ্গীকারনামাও নেবে ইসি। আচরণবিধির গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওতে প্রার্থিতা বাতিলের বিধান রাখা হয়েছে এবার।

নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, ‘ভালো কাজে এআই ব্যবহৃত হচ্ছে এবং এ লাইনটা এত থিন হয়ে গেছে। বোঝা মুশকিল যে কোনটা এআই আর কোনটা নয়। আমাদের মোবাইলের অনেক কিছু আছে এখন এআই ড্রিভেন সুতরাং এখানে যে জিনিসগুলো ইম্পোজ করা হয়েছে যে সোশাল মিডিয়া ব্যবহার করে বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আচরণবিধি ভঙ্গের মধ্যে এমন কোনো কিছু করা যাবে না।’

ইএ