আজ (শনিবার, ৩ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তারা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের সভাপতি বলেন, খালেদা জিয়ার প্রয়াণে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এছাড়া তার পরিবার দ্রুত শোক কাটিয়ে উঠে সুন্দর বাংলাদেশ উপহার দিবেন এমনটাই প্রত্যাশা সংগঠনটির।
এসময় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে জানিয়ে অ্যাটকো সভাপতি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।’





