রাজনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন সংস্কারে সরকার কাজ করছে: ধর্ম উপদেষ্টা

দেশে এখন
রাজনীতি
0

রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই অর্থনীতি ও কার্যকরী নির্বাচন কমিশন গঠনসহ নানা সংস্কার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ (রোববার, ৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘বোরকা পরায় বিসিএস ভাইভা বোর্ড থেকে বাদ দেয়া হয়েছে। অথচ পোশাকের পরিবর্তনে একই মানুষ সে ভাইভা দিতে পেরেছেন। মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে এমন বৈষম্য আর থাকবে না।’

এছাড়া একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা করছে যা কঠোর হাতে দমনের কথাও বলেন তিনি।

এএইচ