‘বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করতে না পারায় ভারতের গাত্রদাহ হচ্ছে’

রাজনীতি
0

শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করতে না পারায় ভারতের গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আজ (বুধবার, ১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ‘দেশিও পণ্য, কিনে হও ধন্য’ শিরোনামের এক অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ‘কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার তৈরি করছে।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা জাতিকে ভারতের ওপর নির্ভর করে গড়ে তুলতে সকল কাজ করে গিয়েছে।’

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে তিনি বলেন, ‘ভারত যতদিন বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করবে ততদিন রাজনৈতিক প্রতিবাদ অব্যাহত থাকবে।’ এ সময় ভারতীয় পণ্যে আগুন জ্বালিয়ে ভারতীয় পণ্য বয়কটের আহ্বানও জানান তিনি।

এএম