আমলাতন্ত্র হাসিনার দোসরদের সঙ্গে নিয়ে কুচক্রী পরিকল্পনা করছে: ইশরাক

বিএনপি নেতা ইশরাক হোসেন
রাজনীতি
0

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিনের মতো চলছে ‘নগর ভবন ব্লকেড’ কর্মসূচি। এর মধ্যেই এই ইস্যুতে মুখ খুললেন বিএনপির এই নেতা। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া পোস্টে দাবি করেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসরদের সঙ্গে নিয়ে আমলাতন্ত্র লম্বা কুচক্রী পরিকল্পনা করছে।

আজ (সোমবার, ১৯ মে) বিকেলে ফেসবুকে দেওয়া পোস্টে ইশরাক হোসেন আরো দাবি করেন, যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করেছে; তাদের অবিলম্বে পদত‍্যাগ করতে হবে।

ইশরাক হোসেন লেখেন, ‘মেয়র-ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিলো মুখ্য উদ্দেশ্য।’

সমালোচনা সব নীরবে সয়ে গেছেন— এমনটা জানিয়ে তিনি লেখেন, ‘অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি। পিতা-মাতা তুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি। কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটার অধিকারের স্বার্থে। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কী ভূমিকা পালন করবে, তা ক্লিন-কাট বুঝিয়ে দিলো।’

‘চক্রান্তকারীদের’ হুঁশিয়ার করে বিএনপির এই নেতা লেখেন, ‘কোনো কথা চলবে না। যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করেছে, তাদের অবিলম্বে পদত‍্যাগ করতে হবে। এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে; নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে। এবং আমলাতন্ত্র হাসিনার দোসরদের সঙ্গে নিয়ে লম্বা কুচক্রী পরিকল্পনা করছে। এক দিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে।’

|undefined

ইশরাক হোসেনের ফেসবুক পোস্ট

গণতন্ত্রের সাথে, জনগণের ভোটার অধিকারের সাথে এক চুল ছাড় হবে না—ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘হাসিনারেও বলছিলাম কবরটা ঠিক করাই আছে; আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশা আল্লাহ। লড়াই শেষ হয় নাই। হয় দাবি আদায় করবো, নাহয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হবো।’

এদিকে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানির জন্য মঙ্গলবার (২০ মে) দিন ঠিক করেছেন হাইকোর্ট। সোমবার (১৯ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ঠিক করেন।

ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান জানান, আজ এ-সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হলে ২০ মে দুপুর ১টায় শুনানির জন্য নির্ধারণ করেন আদালত।

এর আগে, ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে রিটে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়। রিটে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এনএইচ