মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার
জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
এখন জনপদে
রাজনীতি
1

মৌলভীবাজার বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ (সোমবার, ১৪ জুলাই) বিকেলে পৌরসভার মেয়র চত্বর এলাকায় নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়। পরে শহরের প্রধান সড়ক চৌমুহনা হয়ে এম সাইফুর রহমান সড়কের হামিদিয়া পয়েন্ট মার্কেটের সামনে প্রতিবাদী পথসভার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ও প্রতিবাদী পথ সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান,সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন প্রমুখ। বিক্ষোভ মিছিলে জেলা, সদর উপজেলা, পৌর ও কলেজ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ