গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়। পরে শহরের প্রধান সড়ক চৌমুহনা হয়ে এম সাইফুর রহমান সড়কের হামিদিয়া পয়েন্ট মার্কেটের সামনে প্রতিবাদী পথসভার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ও প্রতিবাদী পথ সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান,সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন প্রমুখ। বিক্ষোভ মিছিলে জেলা, সদর উপজেলা, পৌর ও কলেজ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।