ভবিষ্যৎ শারীরিক অবস্থাই বলে দেবে কখন খালেদা জিয়াকে বিদেশ নেয়া হবে: ডা. জাহিদ

প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স

সংবাদ সম্মেলনে কথা বলছেন ডা. এজেডএম জাহিদ হোসেন
দেশে এখন
রাজনীতি
1

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার ভবিষ্যৎ শারীরিক অবস্থাই কখন তাকে বিদেশ নেয়া হবে তা বলে দেবে। আজ (শনিবার, ৬ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত সবশেষ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। সবশেষ প্রেস ব্রিফিংয়ে বলেছিলাম, তাকে বিদেশে নেয়ার সিদ্ধান্তের কথা। কিন্তু কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারেনি।’

ডা. জাহিদ বলেন, ‘এদিকে, ওনার মেডিকেল বোর্ড বলেছেন, তাকে এখনি বিদেশে নেয়া সম্ভব নয়। বিদেশে নেয়াটা ওনার শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল। তবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে।’

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত এ চিকিৎসক বলেন, ‘মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত ছয় বছর ওনার চিকিৎসা করেছেন। এখনো অত্যন্ত দৃঢ়তা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শুধু দেশের নয় বিদেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘ডা. জুবাইদা রহমান মেডিকেল বোর্ডকে সর্বাত্মক সহযোগিতা করছেন। তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সহায়তা করছেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব শোনা যাচ্ছে। দয়া করে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। খালেদা জিয়া এর থেকেও কঠিন অবস্থা থেকে সুস্থ হয়ে উঠেছেন এবারও আমরা বিশ্বাস করি উনি সুস্থ হয়ে উঠবেন।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান সব সময় তদারকি করছে, তিনি চিকিৎসকদের মতকে অগ্রাধিকার দিচ্ছেন।’

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!