শিল্পপতি ফজলুর রহমান: শূন্য থেকে দেশসেরা শিল্পোদ্যোক্তা

কীর্তিমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

অর্থনীতি
বিশেষ প্রতিবেদন
0

স্বাধীনতার পর দেশের যে ক’জন উদ্যোক্তা পুরোপুরি নিজের চেষ্টায়, একেবারে শূন্য থেকে বড় শিল্পগোষ্ঠী গড়েছেন, দেশে শিল্পায়নের ভিত তৈরি করেছেন, নিভৃতে অর্থনীতিতে রেখেছেন অপরিসীম অবদান— সেই স্বপ্নদ্রষ্টাদেরই একজন স্বনামধন্য শিল্পপতি ও শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রয়াত ফজলুর রহমান।

দেশসেরা এই শিল্পোদ্যোক্তা প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গতবছর অর্থাৎ ২০২৩ সালের এই দিনে প্রয়াণ ঘটে এ কীর্তিমানের। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দোয়া মাহফিলের আয়োজন করেছে সিটি গ্রুপ। রাজধানীর গুলশানের সিটি হাউজে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

একইসঙ্গে শিল্পগ্রুপটির অন্যান্য প্রতিষ্ঠানেও আয়োজন করা হয়েছে দোয়া অনুষ্ঠান। গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মাধ্যমে আজকের দিনটি স্মরণ করছেন সিটি গ্রুপের কর্মকর্তা-কর্মচারী ও পরিজনরা।

|undefined

মরহুম ফজলুর রহমানের প্রতিষ্ঠিত সিটি গ্রুপে আজ প্রায় ২৫ হাজার মানুষের স্বপ্নের কর্মস্থল। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহের পাশাপাশি সিটি গ্রুপের তেল, আটা, ময়দাসহ নানা পণ্য রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, মালয়েশিয়া, ভারত, কম্বোডিয়া কিংবা নেপালের মতো বিশ্বের বিভিন্ন দেশে।

তবে খালি হাতে ক্ষুদ্র ব্যবসা থেকে ফজলুর রহমানের শিল্পপতি হয়ে ওঠার পথটা মোটেও সহজ ছিল না। নিজের অদম্য ইচ্ছে আর কাজের স্পৃহায় একের পর এক পান সফলতা ছোঁয়া। নিজেকে দাঁড় করাতে সক্ষম হন দেশসেরা শিল্পোদ্যোক্তাদের কাতারে।

১৯৪৭ সালের ৬ মে পুরান ঢাকার গেণ্ডারিয়ায় জন্মগ্রহণ করেন স্বপ্নবাজ ফজলুর রহমান। সাত বোন ও চার ভাইয়ের মধ্যে ফজলুর রহমান ছিলেন দ্বিতীয়। আর্থিক অস্বচ্ছলতায় বড় প্রভাব পড়ে তার পড়াশোনায়। মাত্র ১১ বছর বয়সে পরিবারের হাল ধরতে হয় তাকে।

কিশোর বয়সে গেন্ডারিয়ায় নিজেদের বসতবাড়ির আঙিনায় মাত্র ৪২ টাকার পুঁজি নিয়ে মুদি দোকান শুরু করেন। সেটি ছিল মূলত একটি টং দোকান।

|undefined

১৯৭২ সালে তার হাত ধরে সরিষার তেল উৎপাদনের মধ্য দিয়ে সিটি গ্রুপের কার্যক্রম শুরু হয়। সেখান থেকে ধীরে ধীরে গড়ে তোলেন বিজনেস কনগ্লোমারেট। গত পাঁচ দশকে ফজলুর রহমান সিটি গ্রুপের অংশ হিসেবে ৪০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন।

ভোজ্যতেল ও চিনি পরিশোধন, চাল-ডাল, আটা-ময়দা, প্রক্রিয়াজাত খাবার, পোলট্রি খাদ্য, জাহাজ নির্মাণ, চা বাগান, ব্যাংক ও বীমা, হাসপাতালসহ বিভিন্ন খাতে তার ব্যবসা রয়েছে। সিটি গ্রুপের অর্থনৈতিক অঞ্চল হাইটেক পার্কও রয়েছে।

মেধা ও অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সম্মাননা। মরহুম ফজলুর রহমান একাধিকার সেরা প্রবীণ করদাতা নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরেও সেরা প্রবীণ করদাতা হিসেবে তাকে নির্বাচিত করা হয়। এছাড়া তিনি এশিয়া ওয়ান গ্রেটেস্ট লিডার ২০২০-২১ সম্মানে ভূষিত হন।

এসএস