গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডনে সেমিফাইনাল নিশ্চিত করলেন আলকারাজ

স্প্যানিশ টেনিস সেনসেশন কার্লোস আলকারাজ
এখন মাঠে
0

বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডনে সেমিফাইনাল নিশ্চিত করেছেন স্প্যানিশ টেনিস সেনসেশন কার্লোস আলকারাজ। সেমিফাইনালে তার মুখোমুখি হবেন ৫ম বাছাই টেইলর ফ্রিটজ।

অল ইংল্যান্ড টেনিস ক্লাবে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ব্রিটিশ তারকা ক্যামেরন নরিকে ৬-২, ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন কার্লোস আলকারাজ। 

এক ঘণ্টা ৩৯ মিনিটের লড়াইয়ে অনেকটা একপেশে ভাবেই ম্যাচ শেষ করেছেন গতবারের চ্যাম্পিয়ন আলকারাজ। শেষ চারে তার প্রতিপক্ষ ৫ম বাছাই টেইলর ফ্রিটজ। 

অন্যদিকে পুরুষ এককের বাকি দুই কোয়ার্টার ফাইনালে আজ কোর্টে নামবেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার এবং ৬ষ্ঠ বাছাই নোভাক জকোভিচ। নিজ নিজ ম্যাচে জয় পেলে সেমিতে দেখা হবে টেনিসের এই দুই বড় তারকার।

এসএইচ