কিউইদের বিপক্ষে তাইজুলের ১০ উইকেট শিকার

সিলেট
ক্রিকেট
এখন মাঠে
0

টেস্টে দ্বিতীয়বার ১০ উইকেট শিকার তাইজুলের। কিউইদের বিপক্ষে ১০ উইকেট নেয়া প্রথম বাংলাদেশি তিনি। ১২ বার ইনিংসে ৫ উইকেট নিলেন তাইজুল।

নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে বোলিং করে বাংলাদেশের জয়ে শুধু সেরার ভূমিকাই রাখেননি তাইজুল, প্রথম বাংলাদেশি বোলার হিসেবে কিউইদের বিপক্ষে তুলে নিয়েছেন ১০ উইকেট। সাকিব-মিরাজের পর দ্বিতীয়বার টেস্টে দশ উইকেটও নিলেন এই স্পিনার। ক্রিকেটের ক্লাসিক ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তাইজুল জানালেন, বিশ্বাস ছিলো, ম্যাচটা বাংলাদেশই জিতবে।

সিলেট টেস্টে বাংলাদেশকে শেষের বৈতরণী পার করানো তাইজুলের এই উল্লাসটা নিশ্চয়ই স্মৃতির ফ্রেমে বন্দি রাখবেন টাইগার ভক্তরা। কারণ নিউজিল্যান্ড বধের নায়ক এই তাইজুল ইসলামই।

ম্যাচের চার নাম্বার দিনেই বাংলাদেশের বিজয়ের মঞ্চটা প্রস্তুত করে রেখেছেন এই স্পিনার। শেষদিনেও দুটি উইকেট নিয়ে তার সফল পরিসমাপ্তিও তার হাতের জাদুতেই।

প্রথম ইনিংসে ৪টি আর পরের ইনিংসে ৬টি, সাকিব-মিরাজের পর ক্যারিয়ারে দ্বিতীয়বার দশ উইকেটের স্বাদ পেলেন এই বোলার। এমনকি, নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেট শিকারি একমাত্র বোলার এখন তাইজুল ইসলাম। তাছাড়া, ম্যাচটির মাধ্যমে ক্যারিয়ারে ১২ বার ৫ উইকেট নিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সাকিবকে ছাড়া খেলতে হয়েছে বাংলাদেশকে। তবে, তার অভাব তেমন টের পায়নি শান্তর দল । বলা যেতে পারে, ধারাবাহিক বোলিংয়ে সাকিবের অভাবটা পূরণ করে দিয়েছেন তাইজুল। কারণ তার বোলিংয়েই কাবু হয়েছেন বেশিরভাগ কিউই ব্যাটাররা। ঢাকা টেস্টেও নিশ্চয়ই তাইজুলের স্পিন ভেল্কি দেখতে মুখিয়ে থাকবেন টাইগার সমর্থকরা।