তারকা বিদেশি ক্রিকেটার খরায় থাকা বিপিএলে প্রথম এলিমিনেটরে তারার মেলা। আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডদের রীতিমতো নাচিয়ে ছেড়েছেন নাসুম আহমেদ-মেহেদী হাসান মিরাজরা।
টুর্নামেন্টের মাঝপথে নামি-দামি ক্রিকেটার দলে ভেড়ানো বিপিএলের বেশ নিয়মিত ঘটনা। বিগত মৌসুমগুলোতে বিদেশিরা সফল হলেও রাইডার্সের হয়ে ব্যর্থই হয়েছেন তিন তারকা, অন্যদিকে খুলনায় যোগ দেয়া দুই ক্রিকেটার সুযোগই পাননি নিজেদের পারফরম্যান্স দেখানোর।
বিদেশিদের এনেই মাঠে নামিয়ে দেয়াটা আদর্শ না বলে মানেন মোহাম্মদ আশরাফুল, মিথুন, নাসুমরা। তবে রাইডার্স সহকারী কোচ ব্যাট ধরলেন নিজের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের পক্ষেই।
মোহাম্মদ আশরাফুল বলেন, 'খেলার দিন সকালে নিয়ে আসলেও খেলতে পারে। এটা তো অবশ্যই আইডিয়াল না। তারা যেহেতু জিনেস ক্লাসে এসেছে ওই সমস্যাটা হওয়ার কথা না। রাইডার্স ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন যে বড় নাম এবং কোয়ালিটির খেলোয়াড় যেন নিয়ে আসতে পারে।'
মোহাম্মদ মিথুন বলেন, 'যদি ক্রিকেটিং দিক থেকে দেখেন তাহলে আইডিয়াল না কারণ যদি দেখেন রংপুরের বেশিরভাগ খেলোয়াড় সকালে পৌঁছেছে। জার্নি করে শরীরের একটা ব্যাপার আছে।'
ফরচুন বরিশালের বিপক্ষে হেরে এলিমিনেটরের বাঁধায় চিটাগং কিংস। টুর্নামেন্টজুড়েই একজন ব্যাটার কম নিয়েই খেলেছে বন্দরনগরীর দলটি। গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ারেও ৭ এ ব্যাট করতে হয়েছে খালেদ আহমেদকে। তবে পরিস্থিতিতেও নিজের স্কোয়াডে থাকা দেশি-বিদেশিদের ওপরেই আস্থা রাখছে কিংসরা।
মোহাম্মদ মিথুন বলেন, 'আমরা যেহেতু পুরো টুর্নামেন্ট এভাবেই খেলে আসছি, ভালো করেছি পুরো টুর্নামেন্টে। এখন আর ওই জিনিসটার দিকে ফোকাস করতে চাই না।'
ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করে ফেলা ফরচুন বরিশাল উড়িয়ে এনেছে কিউই অলরাউন্ডার জিমি নিশামকে। ৭ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স ও চিটাগং কিংসের মধ্যকার জয়ী দল।