পর্দা নেমেছে বিপিএলের! পর্দা ওঠার অপেক্ষায় চ্যাম্পিয়নস ট্রফি। তবে এর আগেই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর গ্রাউন্ডের চতুর্দিকে উঠেছে কালো পর্দা। যার আড়ালে আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতিতে টাইগার টিমের রুদ্ধদ্বার অনুশীলন। তাই ক্যামেরার লেন্সে কোচদের নির্দেশনা আর ক্রিকেটারদের অনুশীলন দৃশ্য ধারণ করতে বেশ কসরত করতে হয়েছে।
৭ বছর পর আবারো চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ। ব্যক্তি উদ্যোগে আগে থেকেই অনুশীলন শুরু করেছিলেন দুই একজন ক্রিকেটার। তবে বিপিএল ফাইনালের পরদিন শুরু হয়েছে আনুষ্ঠানিক অনুশীলন। যেখানে সৌম্য-মুস্তাফিজদের সরব উপস্থিতি।
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন এমন পাঁচ ক্রিকেটার আছেন এবারের স্কোয়াডে। তবে প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন না রিয়াদ, মুশফিক তাসকিনরা। ইনডোরের নেটে সৌম্য-মুস্তাফিজের সাথে নেটে কঠোর অনুশীলন করেছেন তানজিম সাকিব, জাকের আলী অনিক-তানজিদ তামিমরা। দূর থেকে গভীর মনোযোগে ক্রিকেটারদের অনুশীলন দেখেছেন প্রধান কোচ সিমন্স, সালাউদ্দিন, মুশতাকরা।
সতেরোর চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক-রিয়াদের ব্যাটে বৈশ্বিক টুর্নামেন্টে সর্বোচ্চ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। তবে নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারেননি মিরাজ-সৌম্য-ফিজরা। সেই স্মৃতি নিশ্চয়ই পোড়ায় তাদেরকে। নেটের কঠোর অনুশীলনে সেই ব্যারিকেডই ভাঙার প্রচেষ্টা।
১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোচদের নিবীড় তত্ত্বাবধানে চলবে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি। এর পরদিনই ধরতে হবে দুবাইয়ের ফ্লাইট। মাঝখানে একদিন বিরতি দিয়ে ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে শান্তরা। আর চূড়ান্ত পর্বে ২০,২৪ ও ২৭ তারিখে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান।