বাংলাদেশ কিংবা পাকিস্তান নয় রাওয়ালপিন্ডিতে শেষ পর্যন্ত জয় হয়েছে বৃষ্টি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই জয়শূন্য থেকেই দেশে ফিরতে হবে শান্ত মিরাজদের।
রাওয়ালপিন্ডিতে আজ (বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বৃষ্টি থাকায় টস হতে বিলম্ব হয়। শঙ্কা তৈরি হয় ম্যাচ ভেস্তে যাওয়ার।
অবশেষে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। এর আগে দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে আসর থেকে বিদায় নেয়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ ম্যাচে পাওয়া এক পয়েন্টই তাই দুই দলের সম্বল হয়ে রইলো।