ডিপিএলের হাইভোল্টেজ ম্যাচে কাল মুখোমুখি মোহামেডান-আবাহনী

ক্রিকেট
এখন মাঠে
0

ডিপিএলের হাইভোল্টেজ ঢাকা ডার্বিতে শনিবার (১২ এপ্রিল) মাঠে নামবে মোহামেডান ও আবাহনী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ৯টায় মুখোমুখি হবে দুই দল।

ঢাকা প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত টেবিলের শীর্ষে আছে আবাহনী। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আবাহনী আছে দুই নম্বরে।

তাই এবারের আসরে শিরোপা নির্ধারণের যাত্রায় বড় ভূমিকা রাখবে শনিবারের ম্যাচ। তবে কোনো চাপ নয়, অন্য দশটা ম্যাচের মতোই চাপহীন ক্রিকেট খেলতে চান আবাহনীর অধিনায়ক নাজমুল শান্ত।

অন্যদিকে, মোহামেডানের সহকারী কোচ আনোয়ার হোসেন মনে করেন তরুণ-অভিজ্ঞের মিশেলে গড়া দল হিসেবে যে কাউকে হারাতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

সেজু