জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে দলে না থাকা ক্রিস ওকস ও ব্রাইডন কার্সও ফিরেছেন দলে। টপ অর্ডার ব্যাটার জ্যাকব বেথেলকেও ১৪ সদস্যের দলে রেখেছেন নির্বাচকরা।
এছাড়াও আছেন রুট, জেমি স্মিথ, শোয়েব বশির, বেন ডাকেট, স্যাম কুক, ওলি পোপরা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে বাদ পড়েছেন গাস আটকিনসন, মার্ক উড ও জোফরা আর্চার। ২০ জুন লিডসে শুরু হবে ৫ ম্যাচ টেস্ট সিরিজের ১ম ম্যাচ।