লর্ডসে প্রথম দিনশেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিনের শুরুতেই তুলে নেন শতক। এটি তার টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি। এর মাধ্যমে টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানদের তালিকায় সেরা পাঁচে উঠে এসেছেন এই ইংলিশ ব্যাটার। ছাড়িয়ে গেছেন অজি তারকা স্টিভ স্মিথকে। বনে গেছেন বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।

সেঞ্চুরির সংখ্যায় রুটের চেয়ে এগিয়ে আছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস, অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিং এবং শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।
তিন অংকের ম্যাজিক ফিগার আর দুইবার স্পর্শ করতে পারলেই সাঙ্গাকারাকেও ছাড়িয়ে যাবেন রুট। আর ৫টি সেঞ্চুরি হাঁকাতে পারলেই সর্বকালের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় সেরা ৩-এ উঠে আসবেন ইংলিশ কিংবদন্তি।