প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রানের পুঁজি পায় আজিজুল হাকিম তামিমরা। জাওয়াদ আবরার দলের হয়ে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন।
রিজান হাসান ও মোহাম্মদ আবদুল্লাহও পান অর্ধশতকের দেখা। দক্ষিণ আফ্রিকার হয়ে ১০ ওভার বল করে ৪২ রান দিয়ে চার উইকেট শিকার করেন বাসন।
২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার হয়ে একাই লড়াই করতে থাকেন মুহামেদ বুলবুলাইয়া।
৭২ রানের ক্যামিও উপহার দিয়ে অবশ্য শেষ কাজটা করতে পারেননি এ ওপেনার। স্বাগতিকদের থামতে হয় ১৫৫ রানে। ইকবাল হোসেন ইমন ও স্বাধীন ইসলাম তিনটি করে উইকেট শিকার করেন।