বিসিবি সভাপতিকে হুমকি, গানম্যান চেয়ে মন্ত্রণালয়ে চিঠি

ক্রিকেট
এখন মাঠে
0

কোয়াব নির্বাচন উৎসবমুখর পরিবেশে হলেও বিসিবি নির্বাচন সুষ্ঠুভাবে হবে তো? যেখানে খোদ বিসিবি সভাপতিই হুমকির সম্মুখীন হন। এখন টিভির সঙ্গে কথোপকথনে শঙ্কার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমনকি বোর্ড সভাপতির নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও চিঠি পাঠিয়েছে বিসিবি।

বিসিবি নির্বাচন ঘিরে জমে উঠেছে নাটক। স্বল্প মেয়াদে দায়িত্বে এসে এবার লম্বা ইনিংস খেলতে চান আমিনুল ইসলাম বুলবুল। তবে বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়ার পরদিনই পেয়েছেন হুমকি। অজ্ঞাতনামা নাম্বার থেকে আসা ফোনকলে বুলবুলকে দেয়া হয়েছে সরে দাঁড়ানোর পরামর্শও। এখন টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় স্বীকার করেছেন খোদ বিসিবি সভাপতিই।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘নির্বাচন করতেছেন, নির্বাচন না করলে হয় না। এরকম কথা বলেছে। অচেনা নম্বর, এটা একটা বড় ব্যাপার, তো ভয় লাগছে একটু।’

আরও পড়ুন:

এমন ঘটনায় নড়েচড়ে বসেছে বিসিবি। কাল বিলম্ব না করে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এখন টেলিভিশনের হাতে এসেছে সেই চিঠিও। ৪ সেপ্টেম্বর পাঠানো সেই চিঠিতে দেখা যায়, অনাড়ম্বর জীবনযাপন নিয়ে খবরের শিরোনামে আসা বুলবুলের জন্য সরকারি গানম্যানও চেয়েছে বিসিবি।

গেল সোমবার (১ সেপ্টেম্বর) বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হয়, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে বিসিবি নির্বাচন। পরদিনই বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এর আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা জানান দেশসেরা ওপেনার তামিম ইকবালও।

আরও পড়ুন:

গুঞ্জন আছে, সভাপতি হওয়ার সুপ্ত বাসনা আছে পটপরিবর্তনের পর বিসিবি সভাপতির দায়িত্ব পালন করা ফারুক আহমেদেরও। দেশের তিন কিংবদন্তির ত্রিমুখী লড়াই এমনিতেই নির্বাচনে বাড়তি মাত্রা এনে দিয়েছিল। বুলবুলকে এমন হুমকি দেয়ার ঘটনায় নতুন বাঁক নিলো বিসিবি নির্বাচন।

এসএস