নেতৃত্বে সূর্যকুমার, বড় দায়িত্ব পেলেন অক্ষর
বিশ্বকাপে ভারতের ডিরেক্ট অ্যাকাউন্টে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav - Captain)। তার ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel - Vice Captain)। এই একই স্কোয়াড নিয়ে ভারত আগামী ২১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ (India vs New Zealand T20I Series) খেলতে নামবে।
কেন বাদ পড়লেন গিল?
সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে ইনজুরি ও অফ-ফর্মের কারণে ধুঁকছিলেন শুভমান গিল। ২০২৫ এশিয়া কাপে সহ-অধিনায়ক থাকলেও বিশ্বকাপের মূল পরিকল্পনা থেকে তিনি ছিটকে গেছেন। প্রধান নির্বাচক অজিত আগরকার জানিয়েছেন, ওপেনিংয়ে বৈচিত্র্য আনতে গিলের জায়গায় সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং ঝাড়খণ্ডের হয়ে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রেকর্ড রান করা ইশান কিষাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পেস ও স্পিন আক্রমণ
ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন বিশ্বের এক নম্বর পেসার জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah)। তার সঙ্গী হিসেবে থাকছেন আর্শদীপ সিং ও তরুণ হার্শিত রানা। স্পিন বিভাগে কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) এর ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
বিশ্বকাপের সূচী ও ভারত-পাকিস্তান মহারণ
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই বিশ্ব আসর। গ্রুপ ‘এ’-তে থাকা ভারতের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ হচ্ছে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan Match), যা অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: একনজরে দেখে নিন ১৫ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড
ক্রমিক খেলোয়াড়ের নাম ভূমিকা (Role) 1 সূর্যকুমার যাদব ব্যাটার (অধিনায়ক) 2 অক্ষর প্যাটেল অলরাউন্ডার (সহ-অধিনায়ক) 3 অভিষেক শর্মা উপেনার 4 সঞ্জু স্যামসন উইকেটরক্ষক ব্যাটার 5 ইশান কিষাণ উইকেটরক্ষক ব্যাটার 6 তিলক ভার্মা মিডল অর্ডার ব্যাটার 7 রিংকু সিং ফিনিশার 8 হার্দিক পান্ডিয়া পেস অলরাউন্ডার 9 শিভাম দুবে অলরাউন্ডার 10 জাসপ্রিত বুমরাহ ফাস্ট বোলার 11 আর্শদীপ সিং ফাস্ট বোলার 12 হার্শিত রানাঃ ফাস্ট বোলার 13 কুলদীপ যাদব স্পিনার 14 বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনার 15 ওয়াশিংটন সুন্দর স্পিন অলরাউন্ডার





