ইউরো কাপে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

ফুটবল
এখন মাঠে
0

ইউরো কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে স্পেন। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর অতিরিক্ত সময়ে একমাত্র গোলে জয় পায় স্পেন।

এদিন, ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়াই করেছে দু'দল। তবে, প্রথমার্ধ্বে গোলের দেখা পায়নি কেউ। ম্যাচের ৫১ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে নেন অলমো।

তারপর থেকে সমতা আনার জন্য জোর চেষ্টা চালায় স্বাগতিকরা। নির্ধারিত সময়ের অন্তিম মুহুর্তে গোলের দেখা পায় জার্মানি। তারপর নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত মিনিটে। পরে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে স্পেন।

সেজু