এক বছরের জন্য ধারে তুরস্কের ক্লাবটিতে গেলেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। চলতি মৌসুমের শুরুতে অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছিলেন মোরাতা। তবে ছয় মাস যেতে না যেতেই আবারও ক্লাব পরিবর্তন করলেন স্প্যানিশ স্ট্রাইকার।
আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তার্কিশ ক্লাবের হয়ে খেলবেন তিনি।চুক্তির শর্ত অনুযায়ী, তাকে কিনে নেয়ার সুযোগও থাকছে ক্লাবটির।
২০২৪-২৫ মৌসুমের জন্য ৩০ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন ৩২ বছর বয়সী স্ট্রাইকার এবং ২০২৫-২৬ মৌসুমের প্রথম ভাগের জন্যও পাবেন ৩০ লাখ ইউরো। মিলান ছাড়াও মোরাতা খেলেছেন জুভেন্টাস, চেলসি, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদের মতো ক্লাবের হয়ে।