ম্যাচের ৬৩ মিনিটে নিকোলাসের গোলে ১-০ গোলের লিড পায় বায়ার্ন। ৯৪ মিনিটে আলফান্সো ডেভিসের গোলে সেল্টিককে হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোয় জায়গা করে নেয় বাভারিয়ানরা।
দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় পরের ধাপে বায়ার্ন। দিনের প্রথম ম্যাচে চমক উপহার দিয়েছে ফেইনুর্ড। প্রথম লেগে ১-০ গোলে স্মরণীয় জয়ের পর দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে এসি মিলানকে বিদায় করে দিয়েছে ডাচ ক্লাবটি।
অন্যদিকে ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ের পর, দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় শেষ ষোলোয় উঠেছে বেনফিকা।
আরেক লড়াইয়ে কোনো প্রতিরোধই গড়তে পারেনি আতালান্টা। ক্লাব ব্রুগের কাছে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে হেরে বিদায় নিলো ইতালিয়ান ক্লাবটি।