ভারত ম্যাচের আগে দল থেকে বাদ আরিফ, পিয়াস ও তাজউদ্দিন

ফুটবল
এখন মাঠে
0

ভারতের বিপক্ষে এএফসি বাছাইপর্বের ম্যাচের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে দল থেকে বাদ পড়লেন আরিফ, পিয়াস আহমেদ নোভা ও তাজউদ্দিন।

ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩০ জন ফুটবলার ডাক পান ক্যাবরেরার ক্যাম্পে। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া নতুন ৪ জনের মাঝে দুইজন আসতে পারেননি চূড়ান্ত তালিকায়।

আর ইতালিয়ান প্রবাসী কে ঢাকায় আনেননি কোচ ক্যাবরেরা। আরিফ ও বাদ পড়েছেন ভারত যাওয়ার আগে। ২৭ জন থেকে স্কোয়াড চূড়ান্ত করতে না পারায় আপাতত দলের সাথে আছে ২৪ জন। সেক্ষেত্রে ম্যাচের আগে বাদ পড়তে পারেন আর ও একজন।

এসএইচ